‘আও ফির সে দিয়া জ্বালায়েঁ,’ বাজপেয়ীর সেই বিখ্যাত কবিতার ভিডিও ট্যুইট করলেন মোদী, দেখুন!

Spread the love

রবিবার রাত ৯টায় দরজা বা ব্যালকনিতে দাঁড়িয়ে ঘরের সব আলো নিভিয়ে ৯মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে দেশবাসীকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর কথায়, ‘গোটা দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়ারই প্রতীক হবে এই আলো জ্বালানো৷’ ঠিক তার আগের দিন ট্যুইটারে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর একটি কবিতা শেয়ার করলেন মোদী৷

অটলবিহারি বাজপেয়ী দক্ষ রাজনীতিকের পাশাপাশি অসম্ভব ভালো কবিও ছিলেন৷ একাধিক সাক্ষাত্‍কারে বাজপেয়ীকে যখন প্রশ্ন করা হয়েছে, রাজনীতিবিদ না হলে আপনি কী হতেন? বাজপেয়ী অকপটে বলেছেন, ‘কবি’৷ এমনকী প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব ছাড়ার পরেও কবিতাকেই আঁকড়ে ছিলেন শেষ বয়স পর্যন্ত৷ এ হেন বাজপেয়ীর একটি বিখ্যাত কবিতা, ‘আও ফির সে দিয়া জ্বালায়েঁ…৷’

রবিবারের আলোর একতার আহ্বানকে সফল করতে বাজপেয়ীর সেই বিখ্যাত কবিতার ভিডিও ট্যুইট করলেন মোদী৷

দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ৩ হাজার ছুঁতে চলেছে৷ ৬৮ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত৷ গোটা দেশজুড়ে লকডাউন চলছে৷ এ হেন পরিস্থিতিতে রবিবার করোনার বিরুদ্ধে দেশকে একজোট হওয়ার বার্তা দিয়ে রাত ৯টায় ৯ মিনিটে প্রদীপ, মোমবাতি, মোবাইলের ফ্ল্যাশলাইট বা টর্চ জ্বালাতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*