আরও কড়া পুলিশ, লকডাউন ভঙ্গ করে কলকাতায় দু’দিনে গ্রেফতার প্রায় ১৮০০

Spread the love

গোটা দেশে তো বটেই, এ রাজ্যেও ক্রমশ দাপট বাড়াচ্ছে করোনা ভাইরাস৷ তার পরেও যেন মানুষের অসচেতনতা কিছুতেই কমছে না৷ যার জেরে লকডাউনের মাঝে নিয়মভঙ্গের অভিযোগে গত ৪৮ ঘণ্টায় শুধুমাত্র কলকাতা থেকেই ১৭৮০ জনকে গ্রেফতার করা হয়েছে৷ গত ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকে যা সর্বোচ্চ৷ এখনও পর্যন্ত কলকাতায় ৫৯১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ প্রায় দেড়শোটি যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে৷

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত পাওয়ার পরই লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ প্রয়োগে আরও কড়া হয় কলকাতা পুলিশ৷ তার পরই কলকাতা শহর জুড়ে আরও নজরদারি বাড়ানো হয়৷ বিশেষত শহরে ঢোকা এবং বেরনোর মূল পথগুলিতে বিশেষ তল্লাশি চালায় পুলিশ৷ যার ফলে ই এম বাইপাসের উপর পাটুলিতে একটি অ্যাম্বুল্যান্স থেকে চালক এবং ছয় শ্রমিককে গ্রেফতার করে পুলিশ৷ রোগী নিয়ে যাওয়ার নাম করে ওই অ্যাম্বুল্যান্সটিতে করে শ্রমিকদের কাকদ্বীপ থেকে বনগাঁ পৌঁছে দিচ্ছিলেন অভিযুক্ত চালক৷ বনগাঁ পৌঁছে দেওয়ার জন্য ওই শ্রমিকদের থেকে সাড়ে চার হাজার টাকায় রফায় করেছিলেন চালক৷ এঁদের সবাইকেই গ্রেফতার করেছে পুলিশ৷

পাশাপাশি নিয়মভঙ্গের অভিযোগে যাঁদের গ্রেফতার করা হচ্ছে তাঁরা যাতে সহজে থানা থেকেই জামিন না পান, তা নিশ্চিত করতেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ শহরের ছোট রাস্তা বা অলিগলিতেও যাতে মানুষ জমা হয়ে আড্ডা না মারতে পারেন, তা নিশ্চিত করতে বার বার হানা দিচ্ছে পুলিশের টহলদারি গাড়ি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*