দুঃসময়ে ইসকনের পাশে দাঁড়ালেন ‘দাদা’

Spread the love

গত বুধবারই বেলুড় মঠে সন্ন্যাসীদের হাতে ২০০০ কেজি চাল তুলে দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। এবার কলকাতার ইসকন মন্দিরে গিয়ে নিজহাতে ত্রাণ সামগ্রী দান করে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতার এই ইসকন মন্দিরে প্রত্যহ ১০ হাজার মানুষের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পর ইসকন এবার থেকে প্রতিনিয়ত ২০ হাজার মানুষের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবে।

ইসকনের তরফে তাঁদের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘ইসকন কলকাতার তরফে রোজ ১০ হাজার মানুষের জন্য রান্না করা হচ্ছে। এখন আমাদের প্রিয় সৌরভ দা পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি আমাদের যা অনুদান দিয়েছেন, তার দ্বারা আমরা এবার থেকে ২০ হাজার মানুষকে প্রতিদিন খাওয়াতে পারব।’

দেশের মানুষের দুর্দিনে পাশে তাঁদের দাঁড়াচ্ছেন ভারতের ক্রিকেটাররা। কখনও সচিন, কখন যুবি বা কখনও রোহিত, বিরাট, ভাজ্জিরা। আর তাঁদের সঙ্গেই সমানতালে চলছে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন-এর কাজও। ইসকন থেকে ঘুরে আসার পরই এ দিন ট্যুইট করেন বাংলার মহারাজ। ট্যুইটে তিনি লেখেন, ‘চূড়ান্ত অসুবিধার সময়। সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে সমাজের জন্য খুব সামান্য অনুদান। রাজ্য এবং কেন্দ্র সরকারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সেই সকল সমাজকর্মীদের, যাঁরা মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছেন নিরন্তর।’

অন্যদিকে সৌরভের অনুদান পাওয়ার পরক্ষণেই ট্যুইট করেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। ট্যুইটে তিনি ভূয়সী প্রশংসা করেছেন ‘দাদা’র। তারপরই এবার সেই ট্যুইট রিট্যুইট করেন সৌরভ। লেখেন, ‘অনেক ধন্যবাদ ইসকন। এই ভাবেই সমাজের পাশে দাঁড়িও।’

প্রসঙ্গত, গত বুধবার দুপুরেই বেলুড় মঠে হাজির হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। সন্নাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন বাংলার মহারাজ। তাঁদের হাতে তুলে দেন ২০০০ কেজি চাল। আগেই ঘোষণা করেছিলেন, করোনা মোকাবিলায় মোট ৫০ লক্ষ টাকার চাল তিনি দেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*