৪০ বছর আগে ঠিক এদিনেই জন্ম নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেই ৪০ তম জন্মদিনে কর্মীদের ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী।
সোমবার সকালে টুইট বার্তায় মোদী বলেছেন, দলের নীতি মেনে কর্মীরা সাধারণ মানুষের জীবনকে ইতিবাচক করে তুলতে কঠোর পরিশ্রম করছে। একইসঙ্গে সমাজসেবা করছে।
মোদী বলেন, “গত কয়েকদশক ধরে যারা কঠোর পরিশ্রম করে দল গড়েছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধা। তাঁদের কারণেই বিজেপি আজ কোটি কোটি ভারতীয়ের সেবা করার সুযোগ পেয়েছে।”
একটি টুইটে কর্মীদের উদ্দেশ্যে দেশকে করোনা মুক্ত করার ডাকও দিয়েছেন মোদী। তিনি বলেন, ‘আমরা এমন একটা সময় ৪০ তম জন্মদিন পালন করছি, যখন দেশ করোনার বিরুদ্ধে আক্রান্ত।’ কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা , জেপি নাড্ডার সমস্ত নির্দেশ মেনে চলতে হবে। মোদী কর্মীদের বলেছন, সোশ্যাল ডিস্ট্যান্সিং সম্পর্কে মানুষকে বোঝান।
অন্যদিকে করোনায় কাঁপছে ভারত। সোমবার দেশে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যাও ইতিমধ্যে ৪০০০ পার করে ফেলেছে, পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪,০৬৭ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে রবিবার রাতে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে একতার বার্তা দিয়েছিল দেশ। তারপরের দিন সকালেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪০০০। মৃত ১০৯ জন।
Be the first to comment