গুলিবিদ্ধ হলেন রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে তৃণমুল কাউন্সিলর তপন দাস। সোমবার দুপুর বারোটা নাগাদ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে তপনবাবুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার দুপুরে রায়গঞ্জের বন্দর শ্মশান এলাকায় ভাগাড়ের কাজ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। তখনই বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী খুব সামনে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হেলমেটে মুখ ঢাকা ছিল একজনের। ভাগাড়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তপনবাবু। সে সময় আচমকাই মোটরবাইক নিয়ে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। পেটে গুলি লাগে তপনবাবুর। লুটিয়ে পড়েন তিনি। সেখানে উপস্থিত লোকজন ও দলের কর্মীরা তপনবাবুকে হাসপাতালে নিয়ে যান।
কয়েক দিন ধরেই বন্দর এলাকার ওই ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে অভিযোগ করছিলেন বাসিন্দারা। দিন দুয়েক আগে এর সঙ্গে যোগ হয় গুজব, করোনায় মৃতদের দেহ বন্দর শ্মশানে এনে পোড়ানো হচ্ছে । এর প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিলেন এলাকার মানুষ। প্রশাসনের আশ্বাসে প্রায় চার ঘণ্টা পরে অবরোধ ওঠে। এই ঘটনার জেরেই আজ ওই ভাগাড় পরিদর্শনে গিয়েছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপনবাবু।
পুলিশ জানিয়েছে, কারা কেন কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে দুষ্কৃতীদের।
Be the first to comment