করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ মমতা সরকারের। করোনা পরিস্থিতিতে ‘আগামী দিনের দিশা’ দেখানোর জন্য বিশেষ বোর্ড গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ”আমরাই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে ভবিষ্যতের দিশা দেখানোর জন্য, অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে, সবকিছু নিয়ে গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্টবেঙ্গল তৈরি করছি”। এই বোর্ডে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, আগে ছিল নোটবন্দি, এখন ঘরবন্দি। এখন তো ব্য়বসা চলছে না, আয় হচ্ছে না, মানুষ কষ্টের মধ্যে রয়েছে। সেই অবস্থায় নতুন দিশা কীভাবে পেতে পারি, কীভাবে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে, কবে রোগ উধাও হবে জানি না, সবটাই অনিশ্চিত। দুর্যোগ আসে যখন, আগামী দিনের পরিকল্পনা করে রাখতে হয়। আমরাই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে ভবিষ্যতের দিশা দেখানোর জন্য, অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে, সবকিছু নিয়ে গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্টবেঙ্গল তৈরি করছি। লকডাউন উঠলে কী করণীয়, পরামর্শ দেবে এই বোর্ড”।
এ প্রসঙ্গে মমতা আরও বলেন, আমরা চাই এই কমিটিতে যাতে ভাল ভাল মানুষ থাকেন। যাঁদের বিদ্যা-বুদ্ধি-মেধা রয়েছে। এমন কিছু মানুষকে সঙ্গে রাখতে চাই এই কমিটিতে। এই কমিটি মুখ্যমন্ত্রী সাহায্য করবেন। তাঁরা পরামর্শ দেবেন। এখন ৪-৫ জনকে রাখা হয়েছে। বোর্ডে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। থাকছেন ডা. স্বরূপ সরকার, উনি হু’র রিজিওনাল ডিরেক্টর ছিলেন, আইসিএমআরেও কাজ করেছেন। থাকছেন ডা.অভিজিৎ চৌধুরী ও ডা. সুকুমার”।
অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী জানান, আজ ১২টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬১, এর মধ্যে ৫৫টি কেস ৭ টি পরিবারের। বাংলায় করোনা আক্রান্তদের মধ্যে ৯৯ শতাংশের বিদেশ যোগ রয়েছে। করোনায় বাংলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। ১৩ জনকে সুস্থ করে ছাড়া হয়েছে।
Be the first to comment