আমেরিকার চিড়িয়াখানায় বাঘিনীর শরীরে করোনা পজিটিভ

Spread the love

করোনার থাবা যে ক্রমেই প্রসারিত হচ্ছে তার ফের প্রমাণ মিলল। এ বার বাঘিনীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় চার বছর বয়সী একটি বাঘিনীর শরীরে হানা দিয়েছে কোভিড-১৯ ভাউরাস। নিউ ইয়র্ক শহরে করোনার থাবা মারাত্মক আকার নিয়েছে। প্রতিদিন সেখানে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছেন করোনায়। সেই নিউ ইয়র্কেই এই চিড়িয়াখানাটি অবস্থিত। বাঘের শরীরে এই সংক্রমণ এল কী করে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে করোনায় আক্রান্ত এক চিড়িয়াখানা কর্মীর শরীর থেকেই বাঘিনীর শরীরে এই সংক্রমণ ছড়িয়েছে।

আইওয়ার ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরেটরি বাঘিনীর শরীরে করোনা সংক্রমণের খবরটি জানিয়েছে। আক্রান্ত বাঘিনীর নাম নাদিয়া। মালয়ান টাইগার নাদিয়া, তার বোন আজুল, আরও দুটি বাঘ ও তিনটি আফ্রিকান সিংহের শুকনো কাশি হচ্ছিল। তবে পরীক্ষা করা হয়েছে খালি নাদিয়াকেই। পশু চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন, নাদিয়া ও অন্য বাঘ ও সিংহেরা এই সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।

পশুর শরীরে নোভেল করোনা ভাইরাস কী ভাবে কাজ করে, কতটা কাবু করে তা সঠিক ভাবে জানা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ফলে আক্রান্ত বাঘিনী নাদিয়া ও তার সঙ্গীসাথীদের পর্যবক্ষণে রাখা হয়েছে। সংক্রমণ যাদের হয়েছে সেই বাঘগুলিকে টাইগার মাউন্টেন বলে চিড়িয়াখানার একটি জায়গায় আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত বাঘিনীটি ও তার সঙ্গীদের কাশির সঙ্গে খিদেও কমে গেছে বলে চিড়িয়াখানা সূত্রে জানানো হয়েছে। তবে তারা তা সত্ত্বেও ভালই আছে, খেলাও করছে। ব্রঙ্কসের ওই চিড়িয়াখানার আরও চারটি বাঘ, স্নো লেপার্ড, চিতা-সহ অন্য কয়েকটি জন্তু এখনও পর্যন্ত সুস্থ আছে। তাদের কোনওরকম অসুস্থতার লক্ষণ নেই বলে জানিয়েছে চিড়িয়াখানা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*