করোনা মোকাবিলায় মঙ্গলবার মমতার সঙ্গে বৈঠকে বাম প্রতিনিধি দল

Spread the love

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করবে ১০ সদস্যের বাম প্রতিনিধি দল। দলে থাকবেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

জানা গিয়েছে, মঙ্গলবার সাড়ে তিনটেয় নবান্নে বাম প্রতিনিধি দলকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। বছর কয়েক আগে নবান্নে বৈঠকের পর কাল ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হচ্ছেন বিমান বসু।

করোনা মোকাবিলায় উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যসরকারকে সবরকম সাহায্য দেওয়ার কথা আগেই জানিয়েছিল বামেরা। এমনকি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য ডিওয়াইএফআই এর তরফে চিঠি দেওয়া হয়েছিল অনুজ শর্মাকে। সাক্ষাত নিয়ে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা নিয়ে সরকারের যেসব ঘোষণা রয়েছে তা যথাযতভাবে কার্যকরী হচ্ছে না।

এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের ঘাটতি রয়েছে। জিনিসপত্রের দাম বাড়ছে। কোনও নিয়ন্ত্রণ নেই। সব বিষয়গুলি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*