উত্তরবঙ্গের কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অশোক ভট্টাচার্যের

Spread the love

উত্তরবঙ্গজুড়ে কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা উন্নত হলেও, উত্তরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি দেওয়া প্রয়োজন রয়েছে। তাই মেয়র ও বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি।

মেয়র বলেন, যাঁরা মেডিকেল কলেজে আইসোলেশনে আছেন, তাঁদের পরিবারগুলির বেশকিছু অভিযোগ রয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে কিছু ঘাটতি আছে। মাস্ক, PPE কিট দরকার স্বাস্থ্যকর্মীদের জন্য। উত্তরবঙ্গে কেউ আক্রান্ত হলে তাঁদের সুস্থ করে তোলা জরুরি। কিন্তু কিছু ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিচ্ছে। তিনি বলেন, “কলকাতায় কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এটা ভালো দিক। কিন্তু এখানে কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ডাক্তারদের একাংশ এখনও পুরোপুরি ঝাঁপিয়ে পড়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন না। কিছু চিকিৎসক কাজ করছেন।

আশা করি, মুখ্যমন্ত্রী এই বিষয়গুলোতে নজর দিলে সমস্যা দূর হবে। তাই এই চিঠি আমি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি। আমরাও সরকারের পাশে রয়েছি। সকলকেই একসঙ্গে কোরোনার বিরুদ্ধে লড়তে হবে। রাজনীতি ভুলে আমরা সবাই মিলে লড়াই করছি। “

অশোক ভট্টাচার্য জানিয়েছেন, পৌরনিগমের তরফে রাস্তায় জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে। তা আরও বাড়ানো হবে। বাসিন্দাদের সচেতন করছেন পৌরনিগমের কর্মীরা।

অন্যদিকে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, “সমস্যা কাটিয়ে মেডিকেল কলেজগুলি এখন অনেকটাই ভালো কাজ করছে। PPE কিট এসেছে। কোরোনা হাসপাতাল চালু হয়েছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*