কোরোনা মোকাবিলায় প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করবে ভারত। ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ প্রত্যাঘাতের হুমকির পর এমনই জানাল বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানের কঠিন সময়ে মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের উপর নির্ভরশীল প্রতিবেশী দেশগুলির পাশে দিল্লি সবসময় থাকবে বলেও জানিয়ে দেয় বিদেশমন্ত্রক।
শুধুমাত্র নির্ভরশীল প্রতিবেশী দেশগুলিই নয়, যেসব দেশগুলিতে কোরোনায় সংক্রমণের হার বেশি, সেই দেশগুলিরও পাশে দাঁড়াবে ভারত । এ-বিষয়ে নাম না করে অ্যামেরিকা যে জল্পনা বা রাজনীতি করার চেষ্টা করছে তারও তীব্র নিন্দা করা হল বিদেশমন্ত্রকের তরফে।
প্রসঙ্গত, আজ সকালে কার্যত পরোক্ষ হুমকির সুরেই হোয়াইট হাউস থেকে বার্তা আসে, হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ না করলে তাহলে তার বদলা নেবে অ্যামেরিকা । হোয়াইট হাউসে আজ সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, ভারত যদি হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ না করে, তাহলে ঠিক আছে, কিন্তু অ্যামেরিকা এর বদলা অবশ্যই নেবে । তবে বিগত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে অ্যামেরিকার বাণিজ্যিক ও কূটনৈতিক সুসম্পর্কের কথাও স্মরণ করিয়েছিলেন ট্রাম্প । এরপর দিল্লির তরফে সরকারি বয়ান আসাটা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা ।
Be the first to comment