দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে ঠিক কতজন গিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতিকে গুরুত্ব দিয়ে সেই তথ্য সামনে আনতে অস্বীকার করছেন। এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দোষারোপ করেছে ভারতীয় জনতা পার্টি।
নিজামুদ্দিনকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তবলিগি জামাতের ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান, বলেছিলেন “সাম্প্রদায়িক প্রশ্ন করবেন না”। ঠিক এই ঘটনার পরেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া মুখ্যমন্ত্রীর প্রতি আক্রমণ শানিয়ে এমন মন্তব্য করেছেন।
তিনি কটাক্ষ করে বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য গোপন করে সংখ্যালঘুদের তোষণ করতে চাইছেন”।
বুধবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া ট্যুইটারে লিখেছেন, “তবলিগি জামাতের ঘটনা দেশজুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে তবে বাংলা থেকে ঠিক কতজন রয়েছেন এরমধ্যে সে বিষয়ে কোনও স্বচ্ছতা নেই। যারা ছিলেন তাঁদের মধ্যে কতজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের মধ্যে কতজনের পরীক্ষা হয়েছে সে বিষয়ে কোনও আপডেট নেই”।
ভোট ব্যাংকের রাজনীতিকে গুরুত্ব দিয়েই কি এমন করছেন তিনি” ট্যুইটারে এমন প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল এবং বিজেপির মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে মাঝেই করোনা ভাইরাস নিয়ে আক্রমণ করেছে গেরুয়া শিবির। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আরও আটজন কোভিড-১৯ টেস্টে পসিটিভ হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৯১ পেড়িয়েছে। তৃণমূল-বিজেপির কুৎসিত যুদ্ধ ট্যুইটারে পৌঁছে গিয়েছে। নেটদুনিয়ায় করোনা নিয়ে এইরকম কাদা ছোঁড়াছুড়িতে নিন্দার ঝড় তুলেছেন। অমিত মালভিয়ার বক্তব্য বাংলার সরকার তথ্য গোপন করছে।
Be the first to comment