লকডাউন চলবে টানা ৪৯ দিন? বাংলার মানুষকে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? পড়ুন!

Spread the love

১৪ এপ্রিলের পরই সম্ভবত উঠছে না দেশজোড়া লকডাউন। সর্বদল বৈঠকে এই কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেও লকডাউন এখনই তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে আভাস দিলেন, লকডাউন হতে পারে টানা ৪৯ দিন। যদিও এটি তাঁর মত নয়, বরং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই এমনটা তিনি জানতে পেরেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এক্সপার্টরা বলছেন, সবাই বলছেন ৪৯ দিন টানা লকডাউন চললে তার ফল কার্যকরী হয়। এর কোনও সত্যতা আমার কাছে নেই। শুনছি, এটা আমার কোনও মত নয়। তবে, এতদিন হলে লোকের তো প্রবলেম হবেই।’ সেইসঙ্গেই তিনি জানিয়েছেন, লকডাউন বাড়বে ধরে নিয়েই তিনি বৃহস্পতিবার বণিকসভা ও পর্যটনের সঙ্গে যুক্ত অনেকের সঙ্গে বৈঠক করবেন।

তবে, প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনলাম এখনই লকডাউন তোলা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে কেন্দ্রীয় সরকার যতক্ষণ সরকারিভাবে কিছু না বলছে, ততক্ষণ আমাদের কিছু বলা উচিত হবে না। যখন আমার পরামর্শ চাইবে, তখন দেব।’

মুখ্যমন্ত্রী এদিন তিনটি টাস্কফোর্স গঠন করেছেন। মুখ্যসচিবের নেতৃত্ব টাস্কফোর্স রেস্ট্রিকশান অ্যান্ড রিলাক্সেশনের কাজ করবে। অর্থ সচিবের নেতৃত্ব টাস্কফোর্স অর্থনৈতিক বিষয় দেখবে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে টাস্কফোর্স এনফোর্সমেন্ট দেখবে।

অপরদিকে কোনও অবস্থাতেই এখনই লকডাউন উঠছে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে মনে করা হয়েছিল যে আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। কিন্তু বুধবার সর্বদল বৈঠকেই মোদী জানিয়ে দিলেন যে বর্তমান পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়া সম্ভব নয়।

করোনাভাইরাসের আগে ও পরে জীবন একরকম থাকবে না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এবার থেকে প্রায় সবার জীবনেই করোনা-পূর্ববর্তী ও পরবর্তী অধ্যায় পৃথক ভাবে চিহ্নিত হবে। এক বিশাল সামাজিক, ব্যক্তিগত ও আচরণমূলক পরিবর্তন আসতে চলেছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*