মনখারাপের দিন শেষ। অন্তত কলকাতার সুরাপ্রেমীদের নিয়ে একথা বলাই যেতে পারে। লকডাউনের জেরে বাকি সবকিছুর মতো বন্ধ মদের দোকানও। কিন্তু নেশা কি আর লকডাউন বোঝে? তাই বহু মানুষের কাছেই অসহ্য হয়ে উঠছিল এই সময়টা। কিন্তু তাঁদের আর দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। কারণ কলকাতা পুলিশের তরফ থেকেই এবার এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হল। আর সেই সূত্রেই কলকাতায় চালু হল লকডাউনের মধ্যেই মদের হোম ডেলিভারি!
কলকাতা পুলিশ সূত্রে খবর, বুধবার থেকেই শুরু হয়েছে এই সুবিধা। তবে, এই নিয়ম শুধুমাত্র কলকাতার জন্য। নিকটবর্তী দোকানে অর্ডার দিলেই বাড়িতে মদ পৌঁছে দিয়ে আসা হবে। তবে কোনওভাবেই মদ কিনতে দোকানে যাওয়া চলবে না।
তবে, দিনভর এই সুবিধা মিলবে ভাবলে ভুল করা হবে। কারণ শুধুমাত্র সকাল ১১টা থেকে দুপুর দুটোর মধ্যে ফোন করে মদের অর্ডার দেওয়া যাবে। আর সেই মদই দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে বাড়িতে এসে পৌঁছে দেবে সেই দোকানের কর্মীরা।
তবে, স্থানীয় থানা থেকে নির্দিষ্ট দোকানের মালিককে পাস করাতে হবে মদের ডেলিভারি করার জন্য। একটি দোকান বা হোটেলকে সর্বোচ্চ তিনটি পাস দেওয়া হবে। সেই বিশেষ পাসে ওসি কিংবা অ্যাডিশনাল ওসির সই থাকবে। তবে, শুধু অফ শপই নয়, অন শপ, হোটেল, বার, রেস্তরাঁ থেকেও মদের হোম ডেলিভারি করা হবে। কিন্তু পুলিশ সূত্রে বারবার বলা হয়েছে, মদ কিনতে দোকানে কোনওভাবেই যাওয়া যাবে না।
Be the first to comment