স্যানিটাইজ প্রক্রিয়ার পর গতরাত থেকে ফের চালু হল NRS হাসপাতালের পুরুষ (Male Medicine Ward) মেডিসিন ওয়ার্ড। সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করার কাজ চলছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা CCU বিভাগও। আজই চালু হতে পারে ওই বিভাগও।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই স্যানিটাইজ করা হয়েছে CCU বিভাগ। তবে এই বিভাগীয় ইনচার্জের করোনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। তা নেগেটিভ এলেই, বিভাগ চালু করা হবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ হিমোফিলিয়া আক্রান্ত এক রোগী প্রথমে NRS-এর পুরুষদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। পরে তাঁকে CCU-তে স্থানান্তরিত করা হয়। আর CCU-তে চিকিৎসায় চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে ওই রোগীর করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে।
এর জেরেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী- সহ মোট ৭৯ জন NRS-এর কর্মীদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছিল। আতঙ্কের আবহে NRS-মুখো হচ্ছিলেন না কেউই। এরপরই বন্ধ করা হয়েছিল ১৪০ শয্যাবিশিষ্ট পুরুষ বিভাগ। বন্ধ করা হয়েছিল CCU-ও। রোগী ভর্তিও স্থগিত রাখা হয়েছিল। তবে ধীরে ধীরে অধিকাংশ NRS-কর্মীদের রিপোর্টই নেগেটিভ এসেছে।
Be the first to comment