৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত হাইকোর্টের কাজ

Spread the love

করোনা-মোকাবিলায় লকডাউনের জেরে বন্ধ রয়েছে আদালত। কর্মবিরতি ঘোষণা করেছে রাজ্যের বার কাউন্সিল। এবার করোনা পরিস্থিতির মধ্যে সতর্কতা অবলম্বনে ৩০ এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্ট ও সব সার্কিট বেঞ্চের (জলপাইগুড়ি ও আন্দামান-নিকোবর) স্বাভাবিক কাজ স্থগিত রাখা হল। এমনই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন।

তবে জরুরি ভিত্তিতে শুনানির জন্য ৫ দিন বেছে নেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা PTI জানিয়েছে। হাইকোর্টের রেজিস্ট্রার রাই চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এপ্রিলের ১৬,২১,২৩,২৮ এবং ৩০ তারিখ জরুরি ভিত্তিতে শুনানির জন্য ভিডিয়ো কনফারেন্স করা হবে।’

প্রসঙ্গত, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার আবেদন থেকে শুনানি ও রায়দান- গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। অনলাইনে মামলার আবেদনের সঙ্গেই কেন তা জরুরি তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও দিতে হবে। পাশাপাশি ল্যাপটপ না ডেস্কটপ- কী থেকে লাইভ করতে চান, তা-ও জানাবেন আইনজীবী। দিতে হবে স্কাইপ-ID। তাঁর বাড়ি, স্থানীয় থানা, পোস্ট অফিস-সহ ঠিকানাও জানাতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*