রাজ্যে করোনা আক্রান্ত ৮০; বাড়ছে লকডাউন, ইঙ্গিত মমতার

Spread the love

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩। তবে এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১২ জন করোনা-আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন ভাঙা সম্ভব বলে মনে হচ্ছে না।’ তবে এই বিষয়ে ১১ এপ্রিলের বৈঠকের পরই মন্তব্য করবেন বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ জানান, ‘সন্ধান’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানানো হয়েছে। যা আশা কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। এরমাধ্যমে রাজ্যে করোনা-হটস্পট চিহ্নিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের ৬১টি হাসপাতাল COVID-19 মোকাবিলা করছে। এছাড়াও ৫৬২টি কোয়ারানটিন সেন্টার গড়ে তোলা হয়েছে। হোম কোয়ারানটিন থেকে ৯,৫০০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ৪৫ হাজারের বেশি মানুষ এখনও হোম কোয়ারানটিনে নজরবন্দি রয়েছেন।
লকডাউন ‘দমবন্ধ পরিস্থিতি’ জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, এখনই লকডাউন তুলে নেওয়ার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে না। প্রসঙ্গত, লকডাউন নিয়ে আগামী ১১ তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।

তবে ‘সচেতন হয়ে’ ক্ষুদ্র শিল্প চালু রাখা সম্ভব বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী। ভিড় না বাড়িয়েও কাজ চালু রাখার পরিকল্পনা নিয়ে আলোচনা চেয়েছেন তিনি। এমনকী কাপড়ের মাস্ক ও স্যানিটাইজার বানানোর জন্যও ছোট সংস্থাগুলিকে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমন ক্ষেত্রে সরবরাহে সুবিধায় জরুরি ভিত্তিতে ট্যাক্সির মতো পরিবহণ চালু রাখার কথাও বলেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*