কর্মীর মা করোনা আক্রান্ত, খবর পেয়েই শাটডাউন কলকাতার একটি ব্যাংক

Spread the love

ব্যাংক কর্মীর মা করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। সেটা জানতে পেরে গোটা ব্যাংক শাটডাউন করে দিল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে ইউকো ব্যাংকের ভবানীপুরের লালা লাজপত রায় সরণি শাখায়।

জানা গিয়েছে, খবরটি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে পৌঁছতেই তাঁরা যোগাযোগ করেন স্বাস্থ্য ভবনে। প্রশাসনিক পর্যায়ে কথাবার্তার পর ব্যাংক কর্তৃপক্ষ ব্রাঞ্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রাতেই সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয় ওই ব্রাঞ্চ। সংশ্লিষ্ট আধিকারিক এবং তাঁর পরিবারকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

ওই শাখায় যাঁরা বাকি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। একইসঙ্গে ওই ব্যাঙ্কে যে সমস্ত গ্রাহকরা এসেছেন তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আপডেটে বলা হয়েছে, বাংলায় এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৬ জন! এই ১১৬ জনের মধ্যে ১৬ জনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। মারা গিয়েছেন পাঁচ জন। অর্থাৎ তাদের হিসেব মতো বাংলায় এখনও ৯৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ অ্যাকটিভ রয়েছে।

তবে বৃহস্পতিবার বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়েছে ১২। এই মুহূর্তে ৮০ জনের শরীরে সংক্রমণ অ্যাকটিভ রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*