করোনার বিরুদ্ধে যৌথ লড়াইয়ের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ট্যুইট করে বন্ধুদের পাশে নিয়ে একসঙ্গে লড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো ধন্যবাদ জানান নরেন্দ্র মোদিকে ৷ হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির সামগ্রী চেয়ে মোদিকে কিছুদিন আগে চিঠি দিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট ৷ মোদি এদিন ট্যুইট করেন, কঠিন সময়ে দু’ দেশের সম্পর্ক আরও দৃঢ ৷ করোনা লড়াইয়ে বদ্ধপরিকর ভারত ৷ বন্ধুদের সাহায্যে বদ্ধপরিকর ভারত ৷’’
বিশ্বজুড়েই এখন হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়ছে। একাধিক দেশ যোগাযোগ করছে ভারতের সঙ্গে। করোনা পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইনেই ভরসা সকলের। এবার যেসমস্ত দেশ ভারতের কাছে সাহায্য চাইছে, সেই সমস্ত বন্ধু দেশকে সাহায্য করতে প্রস্তুত ভারত। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুও ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি লিখেছেন, “ইজরায়েলে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোয় আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। ইজরায়েলের প্রত্যেক নাগরিক আপনাকে ধন্যবাদ জানাচ্ছে।”
Be the first to comment