করোনায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে আমেরিকা। একদিনে সেখানে মৃতের সংখ্যা ছাড়াল ২০০০। সারা পৃথিবী জুড়ে এই প্রথম কোনও দেশে মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল। ফলে থরহরি কম্পমান অবস্থার সৃষ্টি হয়েছে সে দেশে।
মোট সংখ্যার জেরে ইতিমধ্যে মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ১৮, ৫৮৬ জনের। ইতালিতে সংখ্যাটা ১৮,৮৪৯ যে কোনও মুহূর্তে ইতালিকে টপকে যেতে পারে আমেরিকা।
অন্যদিকে শনিবার সকাল অবধি মার্কিন মুলুকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ লক্ষ। বর্তমানে প্রকৃত সংখ্যাটা ৪৯ লক্ষ ৬ হাজার ৫৩৫ জন। আক্রান্তের দিক থেকে যে কোনও সময় ৫০ লক্ষের গন্ডি পার করে ফেলতে পারে আমেরিকা। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৮ জনে।
ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, করোনাভাইরাস মহামারীজনিত কারণে বন্ধ হয়ে যাওয়া মার্কিন অর্থনীতি কবে আবার চালু করা হবে সে বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া কঠিন।
প্রসঙ্গত, মার্কিন মুলুকে গিয়ে করোনার বলি হয়েছেন ১১ জন ভারতীয়। আক্রান্ত আরও ১৬ জন। যে ভারতীয়দের মৃত্যু হয়েছে তাঁরা প্রত্যেকেই পুরুষ বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ১১ জনের মধ্যে ১০ জন নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে থাকত। মৃতদের মধ্যে ৪ জন ছিলেন নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার।
যে ১৬ জন ভারতীয়র করোনা ধরা পড়েছে, তাঁদের মধ্যে ৪ জন মহিলা, এরা প্রত্যেকে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। ১৬ জন আক্রান্তরা ভারতের উত্তরাখন্ড, মহারাষ্ট্র, কর্ণাটক ও উত্তর প্রদেশ থেকে মার্কিন মুলুকে গিয়েছিল।
Be the first to comment