যে সব দেশ দ্রুত লকডাউন তুলে নেওয়ার চিন্তা করছে তাদের কাছে আরও ভয়ঙ্কর শক্তি নিয়ে হামলা চালাতে পারে করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম এমনই সতর্কতা দিয়েছেন। যদিও চিন তার উহান শহর থেকে লকডাউন শিথিল করেছে বলেই খবর। এছাড়া দক্ষিণ এশিয়ার ভারতে লকডাউন জারি নিয়ে চলছে আলোচনা। ধারণা, ভারতে করোনা মৃত ২০০ পার করায় লকডাউন জারি থাকবে।
হু প্রধান জানিয়েছেন, অর্থনৈতিক সমস্যায় পড়লেও বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে দেশগুলোকে সতর্ক হতে হবে। বিবিসি দিচ্ছে এই রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে, লকডাউন অব্যাহত থাকলেও ইতালি ও স্পেন বেশ কিছু পদক্ষেপ শিথিল করেছে। তবে আমেরিকায় জারি এই ব্যবস্থা।
ওয়ার্ল্ডোমিটারের হিসেব, করোনাভাইরাসে বিশ্ব জুড়ে ১৬ লক্ষ মানুষ আক্রান্ত। ১ লক্ষের বেশি মত। এশিয়ার চিন,ইরানকে মৃত্যুপুরী বানিয়ে করোনা এখন ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে ভয়াবহ হামলা শুরু করেছে।
আবার উত্তর আমেরিকার মার্কিন মুলুকেও মৃত্যু মিছিল। সর্বাধিক করোনা আক্রান্ত দেশ একটি। তবে আফ্রিকা, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকায় ততটা হয়নি। হু প্রধান টেড্রোস বলছেন, মানুষের জীবনযাপনের ওপর থেকে কড়াকড়ি তুলে নেওয়ার ক্ষেত্রে দেশগুলোকে পর্যায়ক্রমে আর নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিতে হবে। খুব তাড়াতাড়ি এসব বিধিনিষেধ তুলে নিলে নেয়া হলে ভাইরাসের ভয়াবহ বিস্তার সামলানো যাবে না।
Be the first to comment