প্রত্যাশামতোই বাড়ল লকডাউনের মেয়াদ। দেশে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ, ১৪ এপ্রিল মঙ্গলবার লকডাউন প্রত্যাহার হচ্ছে না। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনও ঘোষণা এখনও করেনি। তবে তার আগে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
‘লকডাউনের মেয়াদ বাড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বহু উন্নয়নশীল দেশের থেকে ভালো পরিস্থিতি ভারতে। এর কারণ আমরা আগে লকডাউন শুরু করতে পেরেছি। যদি এখনই তা বন্ধ করে দেওয়া হয়, তবে সব হাতছাড়া হবে। এই লকডাউন বৃদ্ধি গুরুত্বপূর্ণ।’ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো-বৈঠকের পর এমনই টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি এবং লকডাউনের মেয়াদ নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রীর কাছে লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে আর্জি জানিয়েছেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী। ৩০ এপ্রিল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির বিষয়ে বৈঠকে মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও।
সূত্রের খবর, রাজ্যগুলির মতামত নেওয়ার পর লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। যদিও এখনও এই বিষয়ে সরকারি বিবৃতি আসেনি। তবে আজ-কালের মধ্যেই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment