রাজ‍্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রত্যাশামতোই রাজ্যে বাড়ছে লকডাউনের মেয়াদ। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের পরই নবান্নে সাংবাদিক বৈঠক থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ এপ্রিল নয়, আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৯৫।’ এরমধ্যে ‘১৬টি পরিবারের থেকে ৭০ জন আক্রান্ত’ বলে জানিয়েছেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, ‘১০ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।’

লকডাউন থাকলেও সামাজিক দূরত্বের নিয়ম মেনে গম, তেলের মিল চালু থাকবে। খোলা থাকবে বেকারিও। তবে ‘নিয়ম না মানলে কড়া ব্যবস্থার’ হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এরই পাশাপাশি রাজ‍্যবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাস্তায় কোনরকম ভিড় বা জমায়েত কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে এদিন সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনুগ্রহ করে বলছি৷ লকডাউন মানুন৷ বাড়িতে থাকুন৷ সব ধর্মীয় আচার-অনুষ্ঠান বাড়িতে বসে পালন করুন৷ রাস্তায় অযথা ভিড় করবেন না৷’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘লকডাউনের জেরে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে বুঝছি৷ নিয়ম মেনে বেকারি চালু রাখতে বলেছি৷ তবে নিয়ম না মানলে কড়া ব‍্যবস্থা নেওয়া হবে৷ প্রধানমন্ত্রী বলেছেন আগামী ২ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ৷ নিশ্চই ওদের কাছে কোনও খবর আছে৷ তাই বলেছি লকডাউন মেনে চলুন৷ সরকারের সঙ্গে সহযোগিতা করুন৷’

শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে জিডিপির ৬% করোনা মোকাবিলায় খরচ করার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যগুলিকে করোনা মোকাবিলায় পর্যাপ্ত আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যগুলিকে ১০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সব রাজ্যের জন্য ১০ লক্ষ কোটি টাকার প্যাকেজ চেয়েছি। বাংলার জন্য কেন্দ্রে কাছে ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছি।’

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সীমানা বিষয় নিয়ে বিশেষ সতর্কতার কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আন্তর্জাতি সীমান্ত রয়েছে। এই বিষয়ে নজরদারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। আমার কাছে এই সংক্রান্ত নির্দিষ্ট খবর রয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষের আগের রাতে প্রতিবার আমি কালীঘাটে যাই। এবার প্রথম যাব না। আপনাদের ঘরে থাকতে বলে তো আমি যেতে পারি না। ঘরে বসেই এবার উৎসব পালন করুন।

এদিন মুখ্যমন্ত্রী কী বললেন? দেখে নিন একনজরে!

আজ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫। কালকের পর নতুন করে আক্রান্তের সংখ্যা ৬।

৭০টা কেস ২০ টা পরিবার। সবটাই পরিবার ভিত্তিক গোষ্ঠী সংক্রমণ নয়।

বর্ডারগুলোর ওপর নজরদারি জোরদারের অনুরোধ।

অত্যাবশ্যকীয় পন্য ছাড়া আন্তর্জাতিক বিমান চালানো যাবে না।

৫০০০ লোক সরকারের কোয়ারেন্টিনে রয়েছে।

১০ জুন পর্যন্ত বন্ধ স্কুল কলেজ।

রাজ্যে কোথায় জমায়েত হবে না।

৩০ এপ্রিলের পর পরিস্থিতির পর্যালোচনা করা হবে।

বেকারি গম এবং তেলের মিল চালু হচ্ছে।

অসংগঠিত ও ক্ষুদ্র শিল্পের জন্য বিশেষ প্যাকেজ।

যৌনপল্লিতে সাহায্যের বিশেষ ব্যবস্থা করতে হবে।

সব জায়গায় নিয়ম মেনে কাজ করতে হবে।

আগামী দু-দিন বন্ধ থাকবে নবান্ন।

সম্পূর্ণ জীবানুমুক্তকরণের কাজ চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*