নতুন করে রাজ্যে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৫। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে করোনা আক্রান্তের মোট ৯৫ জনের মধ্যে ৭০ জনই মাত্র ১৬টি পরিবারের সদস্য। করোনা মোকাবিলায় সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। রাজ্যবাসীকেও লকডাউন মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই মুহূর্তে রাজ্যে ৪৪ হাজার জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন ৫ হাজার জন। করোনা মোকাবিলায় ৩টি টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার।
করোনা মোকাবিলায় রাজ্যে লকডাউন আরও ১৫ দিন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেছেন। আমরাও সেই প্রস্তাবে সম্মত হয়েছি। সেই মতো রাজ্যেও লকডাউন চলবে। সবাইকে বলছি লকডাউন মেনে চলুন।’
এদিকে পুলিশকে লকডাউন পরিস্থিতিতে যথোপযুক্ত ভূমিকা পালন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লকডাউন চলাকালীন রাজ্যে যে যে পরিষেবা চালু ছিল, সেই সব পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশকে বলব কড়াকড়ি করতে, তবে বাড়াবাড়ি নয়।’
এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী আরও জানিয়েছেন, আপাতত ১০ জুন পর্যন্ত রাজ্য়ে স্কুল-কলেজ বন্ধ থাকছে৷ একইসঙ্গে আগামী ৬ মাস বিনামূল্যে রেশন পণ্য় দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment