১০ জুন পর্যন্ত রাজ্যে বন্ধ স্কুল-কলেজ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে স্কুল-কলেজগুলি আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনলাইনে যেভাবে পড়াশুনা হচ্ছে সেভাবেই চলবে বলে নবান্নে শনিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা পরিস্থিতি পর্যালোচনায় শনিবার ফের নবান্নে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় কেন্দ্রের সুপারিশ মেনে রাজ্যেও ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি রাজ্যের স্কুল-কলেজগুলিও আপাতত বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পরিস্থিতি বিচার করেই রাজ্যের স্কুল-কলেজগুলি ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে গরমের ছুটির সঙ্গে ওই ছুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। ইতিমধ্যেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাচ্চাদের প্রোমোশন দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে।’ স্কুল ছুটি থাকলেও পয়লা বৈশাখের পর আরও একবার মিড ডে মিল দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই একাধিক টিভি চ্যানেলে শিক্ষকদের এনে পড়াশোনা করানোর ব্যবস্থা চালু হয়েছে। এই উদ্যোগের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি একাধিক সিবিএসই ও আইসিএসই মাধ্যমের স্কুলগুলিতেও অনলাইনে চলছে পড়াশোনা। সেই উদ্যোগেরও এদিন ভূয়সী প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন করে রাজ্যে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৫। শনিবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে করোনা আক্রান্তের মোট ৯৫ জনের মধ্যে ৭০ জনই মাত্র ১৬টি পরিবারের সদস্য। করোনা মোকাবিলায় সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। রাজ্যবাসীকেও লকডাউন মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনা মোকাবিলায় রাজ্যেও লকডাউন আরও ১৫ দিন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেছেন। আমরাও সেই প্রস্তাবে সম্মত হয়েছি। সেই মতো রাজ্যেও লকডাউন চলবে। সবাইকে বলছি লকডাউন মেনে চলুন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*