রাজ্যের বেশকিছু জায়গায় মানা হচ্ছে না লকডাউন। এনিয়ে রাজ্য সরকারকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে মুখ্যসচিবকে লেখা এক চিঠিতে লেখা হয়েছে, কলকাতার রাজাবাজার, নারকেলডাঙ্গা, তোপসিয়া, মেটিয়াবুরুজের মতো জায়গায় লকডাউন মানছেন না সাধারণ মানুষ। সোশ্যাল ডিস্টানসিংও মানা হচ্ছে না। এনিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে।
চিঠিতে আরও লেখা হয়েছে পুলিসের সামনেই ধর্মীয় জমায়েত হচ্ছে। রাজনৈতিক দল ত্রাণ বিলি করছে। সরকাররি প্রতিষ্ঠানকে কোনও কোনও ক্ষেত্রে ত্রাণ দিতে দেখা যাচ্ছে না। এনিয়ে রাজ্য সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে। লকডাউন যাতে ভাঙা না হয় তার ব্যবস্থা করতে হবে।
এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ জন। মৃতের সংখ্যা ৫। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন।
এদিকে, লকডাউন ভাঙা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্য বিজেপি। শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। তিনি রাজ্যপালকে জানান, নিজামুদ্দিন থেকে যাঁরা ফিরেছেন, তাঁদের ধরা হচ্ছে না। সারা দেশে লকডাউন মানা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে হাট চলছে। রাজাবাজার, নারকেলডাঙা, গার্ডেনরিচ, একবালপুরে লকডাউন বোঝা যাচ্ছে না।
দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন করছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তথ্যের অমিল রয়েছে। করোনার মৃত্যুকে ডায়াবেটিক কিংবা নিউমোনিয়ায় মৃত্যু বলে দেখানো হচ্ছে। এইসবই রাজ্যপালকে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান দিলীপ ঘোষ। রাজ্যপালের সেন্ট্রাল মনিটারিং কমিটি গঠন করার প্রস্তাব দেয় বিজেপি প্রতিনিধিদল। ত্রাণ নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
Be the first to comment