২৪ ঘণ্টায় মৃত ৩৪, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়ালো

Spread the love

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮০০০ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১২ এপ্রিল, রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫৬। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে এই মুহূর্তে মৃতের সংখ্যা ২৭৩। এখনও পর্যন্ত ৭১৬ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৭৩৬৭।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে এখনও পর্যন্ত ১৭৬১ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১০৬৯। তামিলনাড়ুতে ৯৬৯ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যাও সবথেকে বেশি মহারাষ্ট্রেই। এই রাজ্যে ১২৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ৩৬ জন মারা গিয়েছেন মধ্যপ্রদেশে। গুজরাতে মৃত্যু হয়েছে ২২ জনের।

এছাড়াও আরও ৪ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ১৭ জন ও অসমে ২৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে মৃত্যু হয়েছে ১ জনের। ঝাড়খণ্ডেও ১জনের মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*