বাংলায় ফের করোনায় আক্রান্ত আরও এক। পার্ক সার্কাসের এক নার্সিংহোমে ভর্তি এক রোগীর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার রাতে অ্যাপোলো হাসপাতালের তরফে রিপোর্টে আসে ওই রোগীর। যে রিপোর্ট পাঠানো হয়েছে, তাতে ৮০ বছরের ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ রয়েছে বলে উল্লেখ করা আছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। রিপোর্ট আসার পরই এম আর বাঙুরে রোগীকে স্থানান্তর করা হয়েছে। কীভাবে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে এই ঘটনা সামনে আসার পরেই হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ওই রোগীর সংস্পর্শে আসা নার্সিংহোমের ৩ চিকিৎসককে। পাশাপাশি আইসোলেশনে পাঠানো হয়েছে ২ নার্স-সহ ৮ জন। শুধু তাই নয়, সিল করে দেওয়া হয়েছে নার্সিংহোমের একটি আইসিইউ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নতুন করে রাজ্যে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৫। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে করোনা আক্রান্তের মোট ৯৫ জনের মধ্যে ৭০ জনই মাত্র ১৬টি পরিবারের সদস্য। করোনা মোকাবিলায় সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। রাজ্যবাসীকেও লকডাউন মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই মুহূর্তে রাজ্যে ৪৪ হাজার জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন ৫ হাজার জন। করোনা মোকাবিলায় ৩টি টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার।
করোনা মোকাবিলায় রাজ্যে লকডাউন আরও ১৫ দিন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেছেন। আমরাও সেই প্রস্তাবে সম্মত হয়েছি। সেই মতো রাজ্যেও লকডাউন চলবে। সবাইকে বলছি লকডাউন মেনে চলুন।’
Be the first to comment