রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক চিকিৎসক

Spread the love

হাওড়া জেলা হাসপাতালের সুপারের পর এবার করোনা আক্রান্ত এক চিকিৎসক৷ ভর্তি এম আর বাঙ্গুর হাসপাতালে৷ সূত্রের খবর, এবার করোনা আক্রান্ত হাওড়া জেলা হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক৷ তিনি ওই বিভাগের মেডিকেল অফিসার৷ আজ তার রিপোর্ট পজিটিভ আসে৷ এরপরই ওই চিকিৎসককে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া হাওড়া হাসপাতালের এক সাফাই কর্মীও করোনা আক্রান্ত৷ সে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি৷ এখন খতিয়ে দেখা হচ্ছে এরা আক্রান্ত সুপারের সংস্পর্শে এসেছিল কিনা৷

এছাড়া দক্ষিণ কলকাতার আরও এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি৷ বেসরকারি হাসপাতালের ওই চিকিৎসককে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে৷ তবে দু’জন চিকিৎসকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন হাওড়া জেলা হাসপাতালের সুপার৷ কিন্তু তার কোনও বিদেশযাত্রার কোনও তথ্য ছিল না৷

ফলে মনে করা হচ্ছে, কোনও ভাবে করোনাতে আক্রান্ত কোনও রোগীর কাছাকাছি আসার ফলেই ওই আধিকারিক করোনাতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর তখন থেকেই নজর রাখছিল৷ হাওড়া জেলা হাসপাতালের করোনা আক্রান্ত সুপারের সংস্পর্শে কতজন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী এসেছিল৷ তারপর তাঁদেরকেও কোয়ারেন্টাইনে পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ এবার তাদের মধ্যে একজনের রক্তের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে৷ অন্যদিকে পার্ক সার্কাসের এক নার্সিংহোমে ভর্তি এক রোগীর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে।

নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার রাতে অ্যাপোলো হাসপাতালের তরফে রিপোর্টে আসে ওই রোগীর। যে রিপোর্ট পাঠানো হয়েছে, তাতে ৮০ বছরের ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ রয়েছে বলে উল্লেখ করা আছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। রিপোর্ট আসার পরই এম আর বাঙুরে রোগীকে স্থানান্তর করা হয়েছে। কীভাবে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা সামনে আসার পরেই হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ওই রোগীর সংস্পর্শে আসা নার্সিংহোমের ৩ চিকিৎসককে। পাশাপাশি আইসোলেশনে পাঠানো হয়েছে ২ নার্স-সহ ৮ জন। শুধু তাই নয়, সিল করে দেওয়া হয়েছে নার্সিংহোমের একটি আইসিইউ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*