রমজান মাসে মসজিদে যাবেন না, আর্জি মোদী সরকারের

Spread the love

সম্প্রতি নিজামুদ্দিনের ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। এরপর বহু জায়গায় ধর্মীয় জমায়েত হতে দেখা গিয়েছে, লকডাউনে যা আইন বিরোধী। তাই এবার রমজান মাস শুরুর আএ ফের ধর্মীয় জমায়েত নিয়ে সতর্ক করলেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি।

সোমবার সংবাদসংস্থার মুখোমুখি হয়ে তিনি আর্জি জানান যাতে রমজান মাসে সমস্ত রকম ধর্মীয় কাজকর্ম সবাই বাড়িতেই করেন। কোনও মসজিদে বা ইদগাহে কেউ না যান। আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। তাই সেইসময় ভিড় বা জমায়েত যাতে তৈরি না হয়, তাই সতর্ক করলেন মন্ত্রী।

এদিন তিনি বলেন, ”২৪ এপ্রিল থেকে রমজানের পবিত্র মাস শুরু হচ্ছে। আর রমজান মাসে মানুষ মসজিদে যান। কিন্তু, এখন এক সঙ্কটময় পরিস্থিতি। সৌদি আরব সহ বিশ্বের সব ইসলামিক দেশে জমায়েত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই সব ইমাম, ধর্মীয় সংগঠন ও ওয়াকফ বোর্ডগুলির সঙ্গে কথা বলেছি।”

তিনি জানিয়েছেন, রমজান মাসে অন্যান্যবারের মত মসজিদে যাওয়ার প্রয়োজন নেই। এমনকি,ইফতারের সব রীতিও বাড়িতেই মানতে হবে বলে জানিয়েছেন তিনি।

নিজামুদ্দিন মার্কাজ থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। সেখানে বেশ কয়েকজন বিদেশি এসেছিলেন। সম্ভবত সেখান থেকেই সংক্রমণের সূত্রপাত। এরপর সংস্পর্শ থেকেই ছড়িয়ে পড়ে আক্রান্ত। হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে ওই জমায়েত থেকে। তাই স্বাভাবিকভানেই আতঙ্ক ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*