করোনা মোকাবিলায় ভারতীয় এনজিওকে ৫ কোটির অনুদান দিলেন সুন্দর পিচাই

NEW DELHI, INDIA - JANUARY 4: Google CEO Sundar Pichai at the event ‘Google partnering with small businesses’ at Taj Palace Hotel on January 4, 2017 in New Delhi, India. India-born Chief Executive of the world’s largest Internet Company Google said that his company will work overtime to evolve products for a more digitised Indian economy. (Photo by Virendra Singh Gosain/Hindustan Times via Getty Images)
Spread the love

বিশ্ব মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় ভারতীয় এনজিও Give India-কে ৫ কোটি টাকার অনুদান দিলেন Google-প্রধান সুন্দর পিচাই।

‘গিভ ইন্ডিয়া’র তরফে (Give India) একটি ট্যুইটে জানানো হয়েছে, “দিনমজুর যাদের করোনা পরিস্থিতিতে টাকার অভাব তাঁদের জন্য ৫ কোটির অনুদানের জন্য থ্যাঙ্ক ইউ @sundarpichai”।

এর আগে, গুগল ৮০০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ৬ হাজার ১০৪ কোটি ৬০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। ৮০০ মিলিয়নের মধ্যে ২০০ মিলিয়ন এনজিও এবং ব্যাংকগুলিকে দেওয়া হয়েছে। মূলত ছোট ব্যবসায়ীদের সাহায্যে এই টাঁকা দেওয়া হয়েছে।

পাশাপাশি, অ্যাপেলের সঙ্গে জোট বেঁধেছে Google। কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ্রোচ হিসেবে ডিজাইন করা হয়েছে শক্তপোক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইউসারদের জন্য প্রাইভেসি প্রোটেকশন।

কর্পোরেট ইন্ডিয়া সরকারের এবং সাধারণের পাশে দাঁড়িয়েছে ভারতকে করোনা প্রকোপমুক্ত করার ভাবনা নিয়ে। অন্যদিকে, টাটা ট্রাস্ট এবং টাটা গ্রুপ একসঙ্গে ১৫০০ কোটির সাহায্য দিয়েছে। এখনও পর্যন্ত এটাই কর্পোরেটদের মধ্যে সর্বোচ্চ।

উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন একসঙ্গে ১১২৫ কোটি দিয়েছেন তেমনই অন্যান্য কোম্পানিগুলি কেউ সানিটাইজার, মাস্ক এবং মানুষকে খাবার দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন।

Paytm আলাদা করে সোমবার জানিয়েছে, তাঁরা সেনাবাহিনীকে ৪ লক্ষ মাস্ক এবং ১০ লক্ষ হাইজিন প্রোডাক্ট দেবে। করোনা পরিস্থিতি মোকাবিলার কাজে যারা সামনে থেকে কাজ করছেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের হাতে এই জিনিস তুলে দেওয়া হবে।

Paytm-এর তরফে আরও জানানো হয়েছে, “এই কঠিন সময়ে মাস্ক, হাইজিন প্রোডাক্ট, সাবান, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার এবং রাবস ভলান্টিয়ার এবং কর্মীদের সুরক্ষা দেবে”।

সোমাবার, ভারতের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৫২ এবং ৩৫ জনের নতুন করে মৃত্যুতে মৃতের সংখ্যা ৩০৮, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*