দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯১৫২। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৫৭ জন। এরই পাশাপাশি ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৮। সাংবাদিক বৈঠকে জনাল স্বাস্থ্যমন্ত্রক।
দেশে লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। সোমবার পর্যন্ত গোটা দেশে মোট ৯১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে একইসঙ্গে সুস্থও হচ্ছেন অনেকে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪১ জন সুস্থ হয়ে উঠেছেন।
কেন্দ্রের কাছে যা কিট রয়েছে, তাতে আরও ৬ সপ্তাহ নির্বিঘ্নে করোনা টেস্ট করা যাবে। এমনই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব কুমার। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণ রুখতে গোটা দেশ আজ ঘরবন্দি।
কিন্তু তবুও মারণ ভাইরাসে লাগাম টানা যাচ্ছে না। দিনের পর দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯১৫২। এখনও পর্যন্ত মারণ এই ভাইরাসের বলি ৩০৮।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি ছড়িয়েছে করোনার সংক্রমণ। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ছুঁয়েছে। সোমবার পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৮৫। করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্রে ১৪৯ জনের মৃত্যু হয়ছে।
আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে রাজধানী দিল্লি। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৫৪। করোনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। পরিস্থিতি মোকাবিলায় রবিবারই দিল্লির ৩৩টি এলাকা সিল করেছে প্রশাসন। দিল্লির পরেই করোনার মারণ থাবা তামিলনাড়ুতে।
দক্ষিণের এই রাজ্যে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৪৩। মারণ ভাইরাসের সংক্রমণে তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
এরাজ্যেও ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাস। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে ১৫২ জন আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ৭। যদিও রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এরাজ্যে এখনও পর্যন্ত ৯৫ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
Be the first to comment