করোনার সচেতনতা প্রসারের লক্ষ্যে এবং ইন্ডাস্ট্রির দৈনিক পারিশ্রমিকে কাজ করা টেকনিশিয়নদের পাশে দাঁড়াতে জোট বাঁধছে টলিউড কিছুদিন আগেই শোনা গিয়েছিল একথা। মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি হয়েছে ‘ঝড় থেমে যাবে একদিন’-এই ছোট ছবির চিত্রনাট্য।
পরিচালনা করেছেন অরিন্দম শীল। নববর্ষের সন্ধ্যায় আসছে সেই ছবি। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিন্দম এবং পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবির জন্য গানও লিখেছেন মুখ্যমন্ত্রী। কম্পোজ করেছেন কবীর সুমন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, রুক্মিণী মৈত্র, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখেরা রয়েছেন। ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি হয়েছে এই ছবি।
করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশ জুড়ে। বন্ধ শ্যুটিং। ফলে সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির দৈনিক শ্রমিকেরা। টলিউডের অনেক তারকাই এখনও পর্যন্ত তাঁদের সাধ্যমত সাহায্য করেছেন।
টেকনিশিয়নদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছেন অমিতাভ বচ্চনও। ফ্যামিলি-র মতো একটি ছোট ছবিও তিনি তৈরি করেছেন এই উদ্যোগের প্রচারের জন্য।
অভিনেতারা তাঁদের বাড়িতে থেকেই শ্যুটিং করেছেন। পুরো কাজটি হয়েছে করোনা সতর্কতার যাবতীয় বিধিনিষেধ মেনে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ক্যামেলিয়া প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই ভিডিয়ো। এই ছবি থেকে যে অর্থ আসবে তা যাবে টেকনিশিয়নদের সাহায্যার্থে। এছাড়াও ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
Be the first to comment