করোনার কবলে ৭০-এর বৃদ্ধ; বন্ধ হলো জয়নগরের নার্সিংহোম, কোয়ারানটিনে ডাক্তার-নার্সরা

Spread the love

মথুরাপুরের এক বৃদ্ধের শরীরে ধরা পড়ল করোনাভাইরাস। জয়নগরের একটি নার্সিংহোম থেকে তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানোর পর রিপোর্ট পজিটিভ আসে।

জানা গিয়েছে, দোলপূর্ণিমায় তিনি নবদ্বীপে গিয়েছিলেন।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক অসুস্থ হয়ে জয়নগরের দক্ষিণাঞ্চল স্বাস্থ্য সদন নার্সিংহোমে ভর্তি ছিলেন। ৭০ বছরের ওই বৃদ্ধকে কলকাতায় পাঠানো হলে তাঁর সোয়াব টেস্টের পরীক্ষা পজিটিভ আসে। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।

এই খবর আসার পরই নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার গোটা নার্সিংহোম সংক্রমণমুক্ত করা হবে। সেখানকার সবাইকে কোয়ারানটিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দ্বিতীয় পর্যায়ের পরে করোনা সংক্রমণ তৃতীয় পর্যায়ের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। তার অগ্রগতি প্রতিহত করতে কলকাতা পুর এলাকা, বিশেষত বস্তিতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, বস্তিবাসীদের তথ্য সংগ্রহের কাজে লাগানো হবে বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবীদেরই। তদারক করবেন কাউন্সিলরেরা।

এদিকে মাস্ক না-পরায় কলকাতায় অন্তত ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*