৩৯ লক্ষ প্রি-বুকি‌ং টিকিট বাতিল করছে ভারতীয় রেল

Spread the love

লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ৩ মে অবধি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এতেই ভরাডুবি ভারতীয় রেলের। রেলসূত্রের খবর, কমপক্ষে ৩৯ লক্ষ টিকিট বাতিল করতে বাধ্য হচ্ছে রেল দফতর।

প্রাথমিক লকডাউন শেষ হচ্ছিল ১৪ এপ্রিল। আর এরই ফাঁকে টিকিট কেটে ফেলেছিলেন বহু মানুষ। কারণ, যাত্রীদের টিকিট বুকও করতে দেওয়া হচ্ছিল রেলের তরফে। এমনই আবহে লকডাউন ৩ মে অবধি বাড়িয়ে দেওয়ার কারণে সমস্ত বুকিং হওয়া টিকিট বাতিল করতে বাধ্য হল ভারতীয় রেল।

রেলসূত্রে খবর, শুধু যে টিকিট বাতিল করা হচ্ছে এমনটাই নয়। পাশাপাশি অগ্রিম টিকিট বুক করার সমস্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে রেলসূত্রে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সমস্ত টিকিটের দাম ফেরত পেয়ে যাবেন যাত্রীরা। কোনও টাকাই কাটা হবে না। পুরো টাকাই যাত্রীরা ফেরত পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে।

রেলসূত্রে আরও জানানো হয়েছে যে, স্বয়ংক্রিয় ভাবেই অনলাইন কাস্টোমারেরা ন্যাশনাল ট্রান্সপোর্টার থেকে টাকা ফেরত পাবেন। তবে যাঁরা কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করেছেন, তাঁরা ৩১ জুলাইয়ের মধ্যেই কাউন্টারে গিয়ে টাকা ফেরত নিয়ে আসতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*