WHOকে করোনার অনুদান দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

Spread the love

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ কে আপাতত ভাবে করোনা মোকাবিলার জন্য দেওয়া অনুদানের টাকা আটকে দিল আমেরিকা। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হু-এর এই তহবিলে অনুদান বন্ধ করার কথা জানিয়েছেন। ট্রাম্পের অভিযোগ, চিনে করোনা মহামারি ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেনি WHO।

২০১৯ সালের শেষে প্রথম চিনে প্রকোপ দেখাতে শুরু করে এই ভাইরাস। সারা বিশ্বে বর্তমানে ১ লক্ষ ২৬ হাজার মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়ে মারা গিয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৭৯ হাজারেরও বেশি।

ডোনাল্ড ট্রাম্প অভিযোগের সুরে জানিয়েছে, বিশ্বব্যাপী করোনার বিস্তারে হু-এর অস্বচ্ছ ভূমিকা রয়েছে। এ ব্যাপারে হু-এর কাজকর্ম পর্যালোচনা করা হবে, তারপরেই হু-কে টাকা দেওয়া যায় কিনা তা পুনর্বিবেচনা করা হবে।

শুধু মৃত ও আক্রান্তের সংখ্যার বিচার করলে একদিকে করোনার ভয়াবহতা যেমন ফুটে ওঠে, তেমনই করোনার রয়েছে আরও একটি দিক। মারণ ভাইরাসের প্রকোপ রোধে একাধিক দেশ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে পুরোপুরি বন্ধ হয়েছে সেই সব দেশে কাজকর্ম। বেরোজগারের আশঙ্কায় বহু মানুষ।

ডোনাল্ড ট্রাম্প ‘মিথ্যা তথ্য’ প্রচারের জন্য হু-কে অভিযুক্ত করেছেন। পাশাপাশি তিনি বলেন, চিনা তথ্যের ওপর হু এর নির্ভরতার কারণেই বিশ্বে করোনা ২০ গুণ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, বিষয় হল আমেরিকা WHO-কে সর্বাধিক অনুদান দিয়ে থাকে। গত বছরেও এই অনুদানের অঙ্ক ছিল ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, এখন সম্পদ কমিয়ে দেওয়ার সময় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*