২০ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারি সব অফিসে কাজ চালু হবে। বুধবার কেন্দ্রীয় গাইডলাইন নির্দেশিকায় সেই উল্লেখ রয়েছে। নির্দেশিকা মোতাবেক, ২০ তারিখ থেকে অতিরিক্ত সচিব বা তদুর্ধ্ব পর্যায়ের সব কর্মীই কাজে যোগ দেবেন। তবে, গ্রুপ ‘সি’ পর্যায় ও তার নিম্ন স্তরের ৩৩ শতাংশ কর্মী অফিসে আসবেন।
গাইডলাইনে জানানো হয়েছে যে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সহ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সব কর্মী ২০ এপ্রিল থেকে কাজে যোগ দেবেন। এছাড়া বিভিন্ন বিপর্যয় মোকাবিলা বাহিনী, কাস্টমস, নেহেরু যুব কেন্দ্র, এনসিসি, আবহাওয়া দফতরের মতো সংগঠনের সঙ্গে যুক্ত কর্মীদের ওই দিন থেকে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে পুলিশ, হোমগার্ড, দমকল, জেল, পুরসভা, অসামরিক প্রতিরক্ষার দফতরের সব কর্মীদেরও কাজ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে যে, এই ছাড়ের উপর রাজ্যসমূহ আর কোনধরনের ছাড় বলবৎ করতে পারবে না। প্রয়োজনে কঠোর নিয়ন্ত্রণ জারি করা যেতে পারে। এক্ষেত্রেও সব কর্মীদের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, রাজ্য সরকারের গ্রুপ ‘এ’ ও ‘বি’ পদমর্যাদার সরকারি অফিসারেরা প্রয়োজনের ভিত্তিতে অফিসে আসবে। ৩৩ শতাংশ গ্রুপ ‘সি’ কর্মীরা অফিসে যাবেন। তবে, জনপরিষেবা সচল রাখতে প্রয়োজনীয় কর্মীকে অফিসে আসতে বলা যেতে পারে বলে নির্দেশে উল্লেখ।
জেলা স্তরেও প্রসাসনিক দফতরগুলিতে ওই দিন থেকেই কাজ হবে। তবে, কর্মী সংখ্যা নিয়ন্ত্রিত থাকবে।
Be the first to comment