করোনা পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনায় লকডাউন পরিস্থিতিতে একাদশ শ্রেণির পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে, বুধবার নবান্নে একথাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, উচ্চমাধ্যমিকের বাকি তিন বিষয়ের পরীক্ষা জুন মাসে করা হবে বলে জানিয়েছেন মমতা।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, মাধ্যমিকের পরীক্ষা হয়ে গিয়েছে। খাতা দেখা চলছে। ফলপ্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের বাতি তিন পরীক্ষা জুন মাসে করা হবে। একাদশ শ্রেণির পড়ুয়াদের আমরা পাশ করিয়ে দিচ্ছি। কলেজে একটা করে সেমেস্টার এগিয়ে যাবে। শুধুমাত্র ফাইনাল সেমেস্টারের পরীক্ষা হবে।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ”১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে আইসিডিএস কেন্দ্র। ২০-৩০ এপ্রিল মিড ডে মিল দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারও পাঠানো হবে”।
কয়েকদিন আগেই করোনা পরিস্থিতিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্যের সকল পড়ুয়াকে উত্তীর্ণ করার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, এবার প্রথম থেকে অষ্টম শ্রেমি পর্যন্ত সকলকে উত্তীর্ণ করা হবে। কাউকে আটকে রাখা হবে না।
Be the first to comment