বাংলায় বাড়ছে করোনার প্রকোপ, মাস্ক না পরে বেরোলে বাড়িতে পাঠাবে পুলিশ

Spread the love

বাংলায় করোনা আক্রান্তের সংখ‍্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্য়বাসীকে মাস্ক পরার জন্য় ফের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক পরা প্রসঙ্গে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ”মাস্ক বাধ‍্যতামূলক করুন। সকলে মাস্ক পরুন। তোয়ালে, ওড়না, গামছা, মায়ের আঁচল দিয়ে মাস্ক বানানো যাবে”।

রাজ‍্যে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ১৩২। গত ২৪ ঘণ্টায় রাজ‍্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭। সবমিলিয়ে মোট ৪২ জনকে ছাড়া হয়েছে বলে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানান মুখ‍্যসচিব রাজীব সিনহা।

দ্বিতীয় দফার লকডাউনের মধ‍্যেই বাংলায় সব জুটমিল ও ইটভাটা খোলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, রাজ‍্যের সব জুটমিলে কাজ শুরু হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫ শতাংশ শ্রমিককে কাজে লাগানো হবে”। একইভাবে বাংলায় ইটভাটা খোলার কথা বলেছেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, যেসব এলাকায় সংক্রমণের প্রকোপ বেশি, সেখানকার বাসিন্দারা দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না”।

ডাক্তার-নার্সদের উদ্দেশে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তার-নার্সরা খুব ভাল কাজ করছেন। কোনও বিশ্রাম পাচ্ছেন না। দিনরাত কাজ করছেন। ডাক্তার, নার্স, প‍্যারা মেডিক‍্যাল কর্মীরা ৭ দিন কাজ করবেন, আর ৭ দিন রেস্ট করবেন। তাহলে তাঁরা একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাবেন। আরও এনার্জি পাবেন। স্বাস্থ‍্য‍ ভবনকে বলব এটা করতে। সম্প্রতি রানাঘাটের এক তরুণী স্বাস্থ‍্য‍কর্মীকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই আবহে এবার সোচ্চার হয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা এমন ব্য়বহার করছেন, সরকার চাইলে তাঁদের জেলে ভরতে পারে।

এদিকে, দেশে করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৮০। করোনায় দেশে মৃত বেড়ে হয়েছে ৪১৪। করোনা মুক্ত হয়েছেন ১৪৮৮ জন। সবচেয়ে কঠিন পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার জন।
দেশের ১৭০টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*