করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন কোনও সমাধান নয়। লকডাউন দিয়ে করোনা ভাইরাসকে নির্মূল করা যাবে না। তবে এটিকে থামানো যাবে। এমনই মত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। করোনা ভাইরাস রুখতে টেস্টের সংখ্যা বাড়ানোই সরকারের সামনে একমাত্র রাস্তা। কিন্তু সেটাই করছে না কেন্দ্র সরকার। অভিযোগ রাহুলের।
বৃহস্পতিবার একটি ভিডিও চ্যাটের মাধ্যমে সাংবাদিকদের একথা জানান রাহুল গান্ধী। তিনি বলেন লকডাউন করে সাময়িকভাবে করোনা ভাইরাসকে থামানো গেলেও, সেটাই সমাধান নয়। দেশ থেকে এই মারণ ভাইরাসকে উপড়ে ফেলতে প্রয়োজন টেস্ট করা।
কিন্তু সেটা প্রয়োজনীয় সংখ্যায় হচ্ছে না। সরকারের কাছে তাঁর আবেদন করোনা ভাইরাস আক্রান্তদের চারপাশের লোকজনের ওপর পরীক্ষা চালানো হোক। করোনা আক্রান্তদের চিহ্নিত করা গেলে তবেই নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা কমে আসবে।
করোনা ভাইরাসের ওষুধের পিছনে ছুটে লাভ নেই বলে জানিয়ে রাহুল বলেন, ভারতে এখনও করোনা আক্রান্তের সংখ্যা সঠিকভাবে পাওয়া যায়নি। আরও কিছুদিন পর তা সামনে আসবে। তখন কিছু করার থাকবে না। রাহুলের অভিযোগ, পরীক্ষার হার এদেশে অত্যন্ত কম। তাই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্র এই বিষয়ে উদ্যোগী হলে মঙ্গল।
অন্যদিকে ১২,০০০ পেরিয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত ৪১৪ ও সুস্থ হওয়া ১,৪৮৯ জন এবং দেশে বর্তমান অ্যাক্টিভ কেস ধরলে সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৮০। বুধবার অবধি দেশে সর্বাধিক করোনা আক্রান্ত মহারাষ্ট্রেই। সেখানে প্রায় ৩০০০ এর কাছাকাছি পৌঁছেছে করোনা আক্রান্তর সংখ্যা।
Be the first to comment