ভারতকে করোনা ভাইরাস মোকাবিলায় র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট সহ মোট ছয় লক্ষ পঞ্চাশ হাজার কিট পাঠাচ্ছে চিন, এমনটাই জানিয়েছে চিনস্থিত ভারতের দূত বিক্রম মিশ্রি।
বৃহস্পতিবার সকালে গুয়াংঝু বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে পাঠানো হয়েছে মেডিক্যাল কিট। দুই মিলিয়নের বেশি টেস্ট কিট আগামি ১৫ দিনে ভারতকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চিন, এমনটাই সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে চিনস্থিত ভারতের দূত বিক্রম মিশ্রি ট্যুইট করে জানিয়েছেন, “র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট সহ মোট ৬৫০০০০ কিট ভারতকে পাঠাচ্ছে চিন, এদিন গুয়াংঝু বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে পাঠানো শুরু হয়েছে”।
দু’মাস বাদে করোনার থাবা কাটিয়ে একে একে খুলতে শুরু করেছে ফ্যাক্ট্রিগুলি। তাই বর্তমান এই পরিস্থিতিতে চিন মেডিক্যাল সামগ্রী তৈরিতে ব্যস্ত। বিশেষভাবে গোটা বিশ্ব সহ ভারতকে ভেন্টিলেটর, পিপিই কিট সরবরাহ করবে চিন। সরকারি এবং বেসরকারি কোম্পানিগুলি এই জিনিস পেতে অরদার প্লেস করেছে।
জানা গিয়েছে, প্রথম দুটি ধাপে মেডিক্যাল কিট ভারতকে পাঠানো রয়েছে। মূলত ভারতের লকডাউনে করোনা হটস্পটগুলিতে টেস্ট করতে এইগুলি পাঠানো হয়েছিল।
২১ দিনের শেষে ফের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে লকডাউনের। মেয়াদ বৃদ্ধি হয়েছে ৩ মে অবধি। বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৩৮০ জন এবং মৃত ৪১৪ জন। পরিস্থিতির গুরুত্ব বুঝে মিশ্রি ভারতীয় এম্ব্যাসিকে জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি ভারতে ঠিকমতন পৌঁছচ্ছে কিনা তা দেখভাল করার জন্য।
মঙ্গলবার বিক্রম মিশ্রি জানিয়েছিলেন, ভারতের তরফে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১৫ মিলিয়ন পিপিই কিটের অর্ডারের পাশাপাশি করোনা ৩ মিলিয়ন টেস্টিং কিট চিনকে অর্ডার করা হয়েছিল। সেই অর্ডারগুলি চিন সরকারের সঙ্গে আলোচনার পরে গুরুত্বপূর্ণ ফার্মগুলিকে দেওয়া হয়েছে।
সময়মতন প্রয়োজনীয় জিনিসগুলি পৌঁছলে এটাই ভারত-চিন সম্পর্কের দৃঢ়তা বাড়াবে। বিশ্বে করোনা ভাইরাসের সীমানা বেড়েছে তাই বেড়েছে চিনের মেডিক্যাল ইক্যুইপমেন্টের চাহিদা। তাই চিন সব দেশকে জানিয়েছে, চিন সরকারের শিলমোহর দেওয়া কোম্পানি থেকে এগুলি সরবরাহের অনুরধ জানিয়েছে।
চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিন সরকার অর্ডার মেনে প্রয়োজনীয় জিনিসগুলি রফতানি করবে। তবে সব দেশ তাঁদের ইচ্ছে মতন কোম্পানিকে বেছে নিতে পারবেন বলেও জানা গিয়েছে।
Be the first to comment