দুদিন পরে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বাড়ল। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৪। অডিট কমিটির রিপোর্ট অনুসারে, রাজ্যে বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যাও। নবান্নের তরফে বলা হয়েছে, রাজ্যে এই মুহূর্তে করোনায় মৃতের সংখ্যা ১০। গত ২৪ ঘণ্টায় সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
মুখ্যসচিব এ দিন আরও জানান, রাজ্য সরকারের তরফে প্রায় ২ লক্ষ ২৩ হাজার মাস্ক দেওয়া হয়েছে। পিপিই দেওয়া হয়েছে সাড়ে তিন লক্ষ। সরকারি কোয়ারানটিনে রয়েছেন ৩৯১৫ জন। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে হোম কোয়ারানটিনে আছেন প্রায় ৪০ হাজার মানুষ। ২০ হাজারের কাছাকাছি মানুষ তাঁদের কোয়ারানটিনে কোঠা পূর্ণ করেছেন। আর এখন পর্যন্ত রাজ্যের চার হাজারের কাছাকাছি মানুষের করোনা টেস্ট হয়েছে।
এই পরিস্থিতিতেও অবশ্য পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করতে চাইছে রাজ্য সরকার। রাস্তায় বার হলে মাস্ক পরতেই হবে। এদিনও স্পষ্ট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক না পরে বেরোলে পুলিশ বাড়ি পাঠিয়ে দেবে বলেও সতর্ক করেছেন তিনি। নিজের মাস্ক পরা দেখিয়ে তিনি সকলের উদ্দেশে আবেদন করেন, কটা দিন নিয়ম মেনে চলুন। সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের হটস্পটগুলিতে বাড়ি-বাড়ি সার্ভে শুরু করছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই সার্ভের বিষয়ে চূড়ান্ত নকশা তৈরি হয়ে গিয়েছে। রাজ্যের যে সমস্ত অঞ্চল থেকে করোনা আক্রান্ত হয়েছেন মানুষজন, সেই সমস্ত এলাকাগুলিকে হটস্পট হিসেবে আগেই চিহ্নিত করা হয়েছিল। এবার সেইসব জায়গায় বাড়ি-বাড়ি যাবেন স্বাস্থ্যকর্মীরা। খোঁজ নেবেন প্রতিটি বাড়ির সদস্যদের। সন্দেহ মনে হলেই তাঁদের আইসোলেশন, প্রয়োজনে করোনা টেস্ট করা হবে।
Be the first to comment