বামেদের সঙ্গে জোটে পুরোপুরি ইতি টানছে কংগ্রেস?

Spread the love

অনেক হয়েছে আর নয়। এবার ইতি দরকার। কংগ্রেস আর বামেদের সঙ্গে হাত মেলাচ্ছে না। এবার থেকে ফের একাই দলীয় নির্বাচনে হাঁটবে কংগ্রেস। তেমন হলে বাম ছাড়া অন্য দলের সঙ্গে হাত মেলাতে পারে কংগ্রেস কিন্তু বামেদের সঙ্গে জোটে ইতি টানছে। তার কারন হিসেবে বলতে গেলে বলতে হয়, কাঁথি উপনির্বাচন ও সবং উপনির্বাচন নিয়ে বামেদের অবস্থান। যে ভাবে আলোচনা ছাড়া বামফ্রন্ট একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করেছে, তাতে বেজায় চটেছে কংগ্রেস হাইকমান্ড। অফিসিয়ালিভাবে কিছু না বললেও কংগ্রেস হাইকমান্ড প্রদেশ নেতাদের নিজেদের মনোভাব বুঝিয়ে দিয়েছেন দিল্লীরর নেতারা। প্রসঙ্গত, সম্প্রতি রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি পদে নির্বাচন ঘিরে দিল্লীতেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক রাজ্য নেতারা। কংগ্রেস সূত্রের খবর, সেই সময় রাজ্য নেতাদের কাছে কংগ্রেস হাইকমান্ড সবং ও কাঁথি উপনির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বামেদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। পাশাপাশি, আগামীদিনে কংগ্রেস যে আর বামেদের হাত এ রাজ্যে ধরবে না, তা প্রদেশ নেতাদের পরিস্কার করে দিয়েছেন হাইকমান্ড নেতৃত্ব বলে সূত্রের খবর।
সূত্রের খবর, এর পরবর্তী উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচন ও নোয়াপাড়া উপনির্বাচনে কংগ্রেস একক ভাবে লড়বে তা প্রদেশ কংগ্রেসকে বুঝিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড।
রিপোর্টার – রফিক জমাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*