এয়ারলিফট করে করোনা মোকাবিলায় সরঞ্জাম বিলোচ্ছে টাটা

Spread the love

করোনা মোকাবিলায় শুধু আর্থিক সাহায্যই নয় এবার টাটা গোষ্ঠী সক্রিয় হল একেবারে এয়ারলিফট করে প্রয়োজনীয় সরঞ্জাম দেশের মানুষের জন্য পৌঁছে দিতে। এই শিল্প গোষ্ঠীর আন্তর্জাতিক বাণিজ্য ও বিতরণ সংস্থা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের সহায়তায় এই কাজ করা হচ্ছে। এই সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর হলেন নোয়েল এন টাটা, যিনি টাটা ট্রাস্টের বোর্ডে রয়েছেন এবং টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটার বৈমাত্রেয় ভাই।

যেসব সরঞ্জাম আমদানি করা হচ্ছে সেগুলি হল পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট কিটস (যার মধ্যে রয়েছে মাস্ক, গ্ল্যাভস ইত্যাদি সহ শরীর সুরক্ষিত রাখারবিভিন্ন ধরনের কিটস)। এই সব সরঞ্জাম এয়ার ইন্ডিয়া মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। ব্যাচে ব্যাচে এই সব সরঞ্জাম আনা হচ্ছে এবং প্রয়োজন অনুসারে তা বিভিন্ন স্থানে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু ইতিমধ্যেই রতন টাটা জানিয়েছিলেন, করোনা মোকাবিলার জন্য এইসব জিনিসপত্র জরুরী ভিত্তিতে প্রয়োজন। তারই জেরে ট্রাস্ট উদ্যোগ নেয় এইসব সরঞ্জাম দ্রুত আনানোর। এই শিল্পগোষ্ঠীর বিবৃতি অনুসারে প্রায় ১৫০ কোটি টাকার এইসব সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে ‌ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইতিমধ্যেই রতন টাটা যিনি টাটা ট্রাস্টের চেয়ারম্যান তথা টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস দুইয়ের পক্ষ থেকে ৫০০ এবং ১০০০ কোটি টাকা মিলে মোট ১৫০০কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন। তাছাড়া এই শিল্প গোষ্ঠীকে এগিয়ে আসতে দেখা গিয়েছে তাদের গোষ্ঠীর লাক্সারি তাজ হোটেলকে করোনার বিরুদ্ধে লড়তে থাকা ডাক্তারদের জন্য খুলে দিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*