রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ জন। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীবা সিনহা।
রাজ্যে নতুন করে আরও ২৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। শনিবার বিকেল পর্যন্ত রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮ জন। একইসঙ্গে করোনায় মৃত বেড়ে ১২। রাজ্যে এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৩,৮৫৮ জন। রাজ্যে এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন
৩৫,২০৯ জন।
অন্যদিকে, হাওড়ায় বিশেষ নজর রাজ্য সরকারের। শুক্রবারই হাওড়াকে খুবই স্পর্শকাতর বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যসচিব জানায়িছেন, হাওড়ায় ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৬২ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে।
রাজ্য সরকার নিয়মিত জেলাগুলির সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। জেলা থেকে নমুনা কলকাতায় আসতে দেরি হওয়ার কারণে করোনা পরীক্ষার রিপোর্ট দেরিতে মিলছে বলে জানান মুখ্যসচিব। তবে জেলাস্তরেও ল্যাব খোঁজার কাজ চলছে।
স্থানীয়ভাবে করোনা পরীক্ষা করা গেলে দ্রুত পরীক্ষার রিপোর্ট মিলবে। সেক্ষেত্রে করোনা আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা শুরু করা যাবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
করোনা মোকাবিলায় রাজ্য সরকার পুরোপুরি তৈরি রয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন এই মুহূর্তে রাজ্যের ৬৬টি করোনা হাসপাতালে ৭৯৬৯টি বেড রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত ওই বেডগুলিতে ১৭৮ ডন ভর্তি রয়েছেন। এরই পাশাপাশি ১৫০০ ভেন্টিলেটর রেডি থাকলেও ১০টি ভেন্টিলেটর এখনও পর্যন্ত ব্যবহার করা হয়েছে বলে মুখ্যসচিব জানিয়েছেন।
‘করোনা মোকাবিলায় যা যা করার দরকার, রাজ্য সরকার সবরকম ব্যবস্থা করছে। অসুস্থ হলে বাড়িতে ফেলে রাখবেন না।’ শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে আবেদন মুখ্যসচিবের।
Be the first to comment