ফের মৃত্যু হাওড়ায়। মৃত ব্যক্তির পরিবার সূত্রের খবর, নোভেল করোনাভাইরাসে সংক্রামিত হয়ে মারা গেছেন ওই ব্যক্তি। যদিও স্বাস্থ্য দফতরের তরফে এ নিয়ে কিছু বলা হয়নি এখনও।
স্থানীয় সূত্রের খবর, পেশায় প্রোমোটার ৪৫ বছরের ওই ব্যক্তি মারা গেছেন সঞ্জীবনী হাসপাতালে। তার আগে সত্যবালা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সূত্রের খবর, সত্যবালা আইডি হাসপাতাল থেকেই ওই ব্যক্তির লালারসের নমুনা পাঠানো হয়েছিল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। সেখানে নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে বলেই জানা গেছে।
ওই ব্যক্তির পরিবার জানিয়েছে, জ্বর, শ্বাসকষ্টে আগে থেকেই ভুগছিলেন তিনি। শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর রিপোর্ট পজ়িটিভ আসার পরেই পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, ওই ব্যক্তির ছেলে মুম্বইয়ে থাকে পড়াশোনার জন্য। তাঁকে আনতে গত মাসেই মুম্বই গেছিলেন বাবা। ফেরার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় রিপোর্ট আশে পজ়িটিভ। তবে তাঁর মৃত্যু নোভেল করোনাভাইরাসের সংক্রমণেই হয়েছে কিনা, মৃত্যুর অন্য কোনও কারণ ছিল কিনা, সে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন। তার পরেই এ বিষয়ে তথ্য দেবে তারা।
Be the first to comment