কলকাতায় করোনা আক্রান্ত ২১ মাসের শিশু

Spread the love

ফের কলকাতায় এক শিশুর শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। ২১ মাসের ওই শিশুকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, শনিবার এই আক্রান্তের কথা জানিয়েছেন এক স্বাস্থ্য আধিকারিক। ওই শিশু কলকাতার উত্তর পঞ্চান্নগ্রামের বাসিন্দা ওই শিশুর পরিবারের অন্য কোনও সদস্যের মধ্যে ভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি বলে জানা গিয়েছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ থেকে স্থানান্তরিত করে তাঁলে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার রাতেই তাঁকে আনা হয় বলে জানিয়েছেন ওই আধিকারিক।

গত ১৬ এপ্রিল ওই শিশু ভর্তি হয় ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। প্রচণ্ড কাশি হচ্ছিল ওই শিশুর। আধিকারিক জানিয়েছেন ওই শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই পরিবারের ১৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে তাঁদের। পরিবারে রয়েছে আরও চার শিশু ও দু’জন বয়স্ক। এরা সবাই একটি তিন বেডরুমের ফ্ল্যাটে থাকে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই ওই শিশুর বাবাকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে আর মা ভর্তি হাসপাতালে। ওই দম্পতির আরও দুই সন্তান রয়েছে। একজনের বয়সব ৪ ও একজনের ৬।

জানা গিয়েছে, গত ২৮ মার্চ ভাইকে আনতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন ওই শিশুর বাবা। তিনি পেশায় গাড়ি চালক। তাঁর ভাইও গাড়ি চালান। সেখানে ভাইয়ের গাড়ি দুর্ঘটনা ঘটার পর আনতে যান এই ব্যক্তি।

এদিকে, শনিবারের হিসেব অনুযায়ী, রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ জন। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীবা সিনহা।

রাজ্যে নতুন করে আরও ২৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। শনিবার বিকেল পর্যন্ত রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮ জন। একইসঙ্গে করোনায় মৃত বেড়ে ১২। রাজ্যে এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৩,৮৫৮ জন। রাজ্যে এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫,২০৯ জন।

অন্যদিকে, হাওড়ায় বিশেষ নজর রাজ্য সরকারের। শুক্রবারই হাওড়াকে খুবই স্পর্শকাতর বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যসচিব জানিয়েছেন, হাওড়ায় ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৬২ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*