অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন জিনিসের বিক্রি ই-কমার্সে বন্ধ রাখারই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগের নির্দেশিকা থেকে ১৮০ ডিগ্রি ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, ৩ মে পর্যন্ত লকডাউের সময় ইলেকট্রনিক্স-সহ অন্যান্য অনত্যাবশ্যকীয় পণের বিক্রি ই-কমার্সে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
২০ এপ্রিলের পর থেকে কয়েকটি বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। সেখানেই বলা হয়, মোবাইল ফোন, ফ্রিজ, টিভি ও অন্যান্য অনত্যাবশ্যকীয় জিনিসের বিক্রিতে ই-কমার্সকে অনুমতি দেওয়া হচ্ছে কি না তা নিয়ে একটা ধন্ধ তৈরি হয়। রবিবার সেই ধন্ধ কাটিয়ে মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, নিত্য প্রয়োজনীয় নয়, এমন জিনিসের ডেলিভারিতে ছাড় দেওয়া হবে না। যার অর্থ হল, ই-কমার্স কোম্পানিগুলি অত্যাবশ্যকীয় পণ্যের বিক্রি করতে পারবে কিন্তু অনত্যাবশ্যকীয় জিনিসের বিক্রির উপর লকডাউনের নিষেধাজ্ঞা জারি থাকছে।
জানা গিয়েছে, স্থানীয় বিক্রেতাদের স্বার্থের কথা মাথায় রেখেই ফ্লিপকার্ট ও অ্যামাজনের উপর এই নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে। কারণ স্থানীয় দোকানদারদেরও লকডাউনের দ্বিতীয় অধ্যায়ে দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়নি। এই অবস্থায় ই-কমার্সে সব জিনিসের বিক্রি খুলে দেওয়া হলে, ব্যবসা মার খাবে স্থানীয় রিটেইলারদের। উঠে আসবে বৈষম্যের অভিযোগ। কংগ্রেসও এই একই অভিযোগ তুলে, ই-কমার্সে বিক্রির বিষয়টি নিয়ে ধন্ধ কাটাতে সরকারের কাছে দাবি জানিয়েছিল।
Be the first to comment