মেয়াদ বেড়েছে লকডাউনের। কিন্তু এর মধ্যেও রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৩২৯ জনের করোনা সংক্রমণের খবর মিলেছে। রবিবার সকালেই ১৫ হাজারের গণ্ডি ছাড়াল ভারত। ফলে সারা দেশে এখন আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭০৭। একদিনে ১ হাজার ৩২৯ জনের শরীরে এই মারণ ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৫০৭। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ২৩১ জন রোগী।
সূত্রের খবর, শনিবার গভীর রাতে গুরুগ্রামে মৃত্যু হয় এক করোনা রোগীর। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। এ দিন নতুন করে আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হলেন আগ্রায়। সব মিলিয়ে সেখানে আক্রান্ত হয়েছেন ২৪১ জন। তবে, করোনা সংক্রমণের ভরকেন্দ্র মহারাষ্ট্র। গোটা দেশের নিরিখে আক্রন্তের সংখ্যা ও মৃত্যু, দুটি ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ওই রাজ্যটি। এর পরেই রয়েছে দিল্লি। এ ছাড়াও তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাটে।
চিন থেকে আসা অ্যান্টিবডি কিট রাজ্যগুলিকে পাঠানো শুরু করেছে কেন্দ্র। করোনা-প্রতিরোধের লক্ষ্যে তৈরি জাতীয় টাস্ক ফোর্সের পরামর্শ মেনে যে রাজ্যগুলিতে রোগী তথা হটস্পটের সংখ্যা বেশি, কিট পাঠানোর প্রশ্নে সেই রাজ্যগুলিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দেশের অন্তত ২২টি জেলায় গত ১৪ দিনে নতুন সংক্রমণের খবর নেই। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং। কিন্তু পশ্চিমবঙ্গেরই নদিয়া, বিহারের পটনা এবং হরিয়ানার পানিপথে ১৪ দিনের পরেও সংক্রমণ ফিরে এসেছে।
Be the first to comment