করোনা মোকাবিলায় পাঁচটি টাস্ক ফোর্স গঠন করলো কলকাতা পুরসভা

Spread the love

করোনা ভাইরাসের মোকাবিলায় শনিবার পাঁচটি টাস্ক ফোর্স গঠন করলো কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পাঁচটি টাস্ক ফোর্স ভিন্ন ভিন্ন কাজ করবে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, একটি টাস্ক ফোর্সের কাজ হবে গোষ্ঠী সংক্রমণ রুখতে কোন কোন লেন, রাস্তা, এলাকা সিল করা জরুরি, কী ভাবে ওই এলাকার বাসিন্দারা খাদ্যসামগ্রী পাবেন, কোথায় কোথায় নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হবে, এলাকার মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা। অর্থাৎ যত শীঘ্র সম্ভব রেড জ়োনকে গ্রিন জ়োনে নিয়ে আসা।

ওই টাস্ক ফোর্সে পুরসভার সঙ্গে পুলিশ, রাজ্য প্রশাসন, স্বাস্থ্য দফতর এবং স্থানীয় কাউন্সিলরা থাকছেন। আর একটি টাস্ক ফোর্সের কাজ করোনা আক্রান্ত ছাড়াও সাধারণ সর্দি, কাশি, জ্বরে আক্রান্তদের উপরে নজরদারি এবং তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা। অন্য আর একটি টাস্ক ফোর্সের কাজ হবে, বাজারগুলোয় জরুরি সামগ্রী সুষ্ঠু ভাবে বিক্রির উপরে নজর রাখবে একটি টাস্ক ফোর্স। তাতে পুলিশও থাকবে।

বাকি দু’টি টাস্ক ফোর্স রেশন, ত্রাণের সুষ্ঠু বণ্টন ও করোনা মোকাবিলার সামগ্রীর জোগানের দিকে নজরদারি চালাবে।
করোনা পরিস্থিতির মোকাবিলায় কয়েকদিন আগেই আরও তিনটি টাস্ক ফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারের টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ডাঃ সুকুমার মুখোপাধ্যায় রোগ সংক্রমণের মূল কেন্দ্রগুলিকে চিহ্নিত করে সেগুলিকে বিচ্ছিন্নকরণের উপর বিশেষ জোর দিয়েছেন। তাঁর দাবি, এ রাজ্যের পরিস্থিতি এখনও অনেক রাজ্যের তুলনায় ভালো। রাজ্য সরকার দ্রুত লকডাউনের সিদ্ধান্ত কার্যকর করায় এই সুফল পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছেন এসএসকেএমের অভিজ্ঞ চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি এবং টাস্ক ফোর্সের অন্যতম সদস্য অভিজিৎ চৌধুরি। মুখ্যসচিব রাজীব সিনহার নেতৃত্বেও একটি টাস্ক ফোর্স কাজ করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*