সরকারি ব্যবস্থাপনায় থাকতে হবে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের, নির্দেশিকা রাজ‍্যের

Spread the love

বাড়ি ফিরতে পারবেন না কোরোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা । COVID-19-এর সংক্রমণ রুখতে কোরোনা আক্রান্তদের চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাড়িতে ফেরার উপর জারি হল নিষেধাজ্ঞা। রবিবার স্বাস্থ্যদপ্তরের নির্দেশে জানানো হয়েছে, কর্মস্থান থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এবার থেকে প্রতিদিন বাড়ি ফিরতে পারবেন না। এবার থেকে সরকারি ব্যবস্থাপনায় থাকতে হবে তাঁদের। তবে নির্ধারিত সূচি অনুযায়ী ডিউটি শেষের পরে তাঁরা বাড়িতে যেতে পারবেন।

COVID-19-এ আক্রান্ত অথবা কোরোনা সন্দেহে ভরতি হওয়া রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্র অথবা কাছাকাছি সুবিধাজনক কোনও স্থানে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা টানা ৭ দিন কাজ করবেন এবং পরের ৭ দিন ছুটি পাবেন। এবার থেকে ওই ৭ দিনের ডিউটির সময় তাঁরা বাড়ি ফিরতে পারবেন না।

রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের নির্দেশে বলা হয়েছে, “দেখা যাচ্ছে দিনের শেষে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি ফিরছেন । COVID-19-এর চিকিৎসা পরিষেবা সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁরা শারীরিক এবং মানসিক চাপে থাকেন। তাঁরা বাড়ি ফিরলে কোরোনা সংক্রমণের ভয় থেকে যাচ্ছে। যে কারণে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মস্থানেই থাকা-খাওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে । নির্ধারিত সূচি অনুযায়ী ডিউটি শেষে তাঁরা বাড়িতে ফিরতে পারবেন । এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যদিও বিশেষ কোনও প্রয়োজনে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*